অপরাধআইন ও বিচারজেলা সংবাদঢাকাসারাদেশ

গোপালগঞ্জে ইউ.পি নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে নবনির্বাচিত মেম্বার ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে ।

মঙ্গলবার( ৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ কংশুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

আহদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয়রা জানিয়েছেন, পহেলা রমজান ১নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী কাবুল শেখের সমর্থক সাজিম ইমরানকে মারপিট করে বিজয়ী মেম্বার জাহিদ শিকদারের সমর্থক সুজনসহ একদল লোক ।

এরই সূত্র ধরে গতকাল সোমবার( ৩ এপ্রিল) সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে । এ ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুরে পরাজিত মেম্বার প্রার্থী কাবুল ও তার ভাইদের ৪টি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয় ।

এ ঘটনার জের ধরে বিকেলে উভয় পক্ষ ঢাল- সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয় । সংঘর্ষে নারীসহ আহত হয় কমপক্ষে ২০ জন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ করেনি । তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে । সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

উল্লেখ্য, গত ২০ মার্চ গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন সহ ৬টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button