খানসামা প্রেসক্লাবের ৫ সাংবাদিকের পদত্যাগ
দিনাজপুরের খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,দপ্তর সম্পাদক সহ ৫ সাংবাদিক একযোগে পদত্যাগ করেছেন। আজ শুক্রবার খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুলের কাছে একটি লিখিত পত্রে ৫ সদস্য স্বাক্ষরিত এই পদত্যাগপত্র জমা দেয়া হয়।
খানসামা প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি তফিজ উদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগকৃতরা হলেন- প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিউজ বাংলার খানসামা প্রতিনিধি আজিজার রহমান, দপ্তর সম্পাদক ও কালবেলার খানসামা প্রতিনিধি মাসুদ রানা, সমাজ কল্যাণ -ত্রাণ বিষয়ক সম্পাদক ও সকালের সময় পত্রিকার খানসামা প্রতিনিধি জসিম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও খোলা কাগজ খানসামা প্রতিনিধি ফারুক আহম্মেদ, সহ দপ্তর সম্পাদক ও JTV অনলাইনের খানসামা প্রতিনিধি সুজন শেখ।
এ বিষয়ে খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল বলেন, পদত্যাগে পত্রটি আমি হাতে পেয়েছি। কিন্ত আমি কোন রিসিভ দিব না। যারা পদত্যাগ করেছে, তাদের বিষয় পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।