জেলা সংবাদরংপুর

খানসামায় গৃহ হস্তান্তর,শিক্ষাবৃত্তি,বাইসাইকেল বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় গৃহ হস্তান্তর,শিক্ষাবৃত্তি,বাইসাইকেল বিতরণ ও সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পের আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ও ছাত্র-ছাত্রীদের মাঝে উপজেলা পরিষদ চত্বরে প্রথমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ শিক্ষার্থীকে বাই সাইকেল,এরপর উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে প্রাথমিক পযার্য়ে ৬০ জন,উচ্চ মাধ্যমিক পযার্য়ে ৪০ জন ও কলেজ পযার্য়ে ১০ জন মোট ১১০ জন শিক্ষার্থীর মাঝে নগদ দুই লক্ষ ৬৪ হাজার শিক্ষাবৃত্তি ও পাঁচজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের পাকা বাড়ীর চাবি,শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।পরে মহান মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বিকেলে ১নং আলোকঝাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরন ও বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,এসিল্যান্ড মারুফ হাসান,ওসি চিত্তরঞ্জন রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির,মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button