কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্তে ভাইকে হত্যার দায়ে সৎ ভাইয়ের মৃত্যুদন্ড
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত জেরে ভাইকে হত্যার দায়ে সৎ ভাই মিলন হোসেন (৩৭) নামে একজনকে মৃত্যদন্ডের আদেশ দিয়েছেন আদালত সঙ্গে আরও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। আজ দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সাজা প্রাপ্ত আসামীকে কঠোর পাহাড়ায় জেলা কারাগারে প্রেরণ করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল রানা নামে একজনকে বেকুসুর খালাস দেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত হলেন দৌলতপুর উপজেলা জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে মিলন হোসেন।
মামলা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ভাই ফামিদ এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২০২১ সালের ১১ এপ্রিলে ফামিদ জনৈক এনামুল এর চায়ের দোকানে চা খেতে গেলে ঐ পূর্ব পরিকল্পিতভাবে মিলন হোসেন তার হাতে থাকা ধারালো মাংসকাটা দা দিয়ে পিছন দিক থেকে গলার উপর ধরে একাধিক বার কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলে ফামিদ মারা যায়। এ বিষয়ে দৌলতপুর থানায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) জিয়াউর রহমান তদন্ত শেষে গত ২০২১ সালের ২৬ সেপ্টেম্বরে আদালতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষনা করেন। এ রায় ঘোষনার পর নিহতের পরিবারের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেছেন।