আইন ও বিচারখুলনা

কুষ্টিয়ায় ভেজাল গুড় কারখানায় ৩ লক্ষ টাকা জরিমানা

RAB 12, সিপিসি ১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং কুষ্টিয়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর নেতৃত্বে অদ্য ২২ মার্চ ২০২৩ ইং তারিখে বিকাল ৫.১০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন কালীবাড়ি এলাকায় মেসার্স দিলিপ ট্রেডার্স এবং গোপালের গুড়ের কারখানা নামের দুইটি ভেজাল গুড় কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেসার্স দিলীপ ট্রেডার্স এবং গোপালের মালিকানা গুড়ের কারখানায় ৩২৭২৫ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। মোবাইল কোর্ট কারখানা দুটির মালিক ও ম্যানেজার
১/ রাজ কুমার বিশ্বাস ৪৫ পিতা মৃত সত্যরন্জন বিশ্বাস, সাং রতনপুর এবং ২/ হরিপদ বিশ্বাস ৭৩, পিতা মৃত নেপাল চন্দ্র বিশ্বাস, সাং কালীবাড়ি উভয় থানা খোকসা, জেলা কুষ্টিয়া কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় প্রত্যেক কে ১,৫০,০০০/ টাকা করে সর্বমোট ৩,০০০০০/ টাকা জরিমানা করেন। যার মামলা নম্বর নং ৮০/২০২৩ ও ১৪৫/২০২৩, পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া এর উপস্থিতিতে জব্দকৃত ভেজাল গুড় ধ্বংস করা হয়।
RAB 12, সিপিসি -১, কুষ্টিয়াকে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button