কৃষিখুলনাজেলা সংবাদদুর্ঘটনাসারাদেশ
কুষ্টিয়ায় বৃষ্টিতে ডুবলো পাকা ধানের ক্ষেত
রবিউল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধিঃ
বৃষ্টিতে ডুবলো পাকা ধানের ক্ষেত।কালবৈশাখী ঝড়ের প্রভাবে কয়েক দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে কুষ্টিয়া। বৃষ্টিতে ডুবে গেছে আঠাশ ধান।এর ফলে পানিতে পচে নষ্ট হচ্ছে জমিতে কেটে রাখা ধান। আবার সেই ধান শুকনো জায়গায় এনে রাখলেও গজিয়ে যাচ্ছে চারা। এর সঙ্গে যোগ হয়েছে শ্রমিক সংকট। শ্রমিক পাওয়া গেলে তাদের দিতে হচ্ছে অতিরিক্ত মজুরি।বৃষ্টিতে ডুবলো পাকা ধানের ক্ষেত। কুষ্টিয়া জেলার চাঁপায়গাছি গ্রামের কৃষক কবির খন্দকার বলেন, বৃষ্টিতে বিভিন্ন এলাকার আঠাশ ধান তলিয়ে গেছে। এতে কষ্টের ফলস তোলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এই উপজেলার আলামপুর ইউনিয়নের বাগান পাড়া গ্রামের কৃষক মাসুদ মিয়া জানান, একদিনের বৃষ্টিতে পাকা ধানের ক্ষেত তলিয়ে গেছে। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা না থাকায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। মাছের ঘেরের জমিতে সবচেয়ে বেশি পানি জমে আছে বলেও জানান কৃষকরা।