অপরাধআইন ও বিচারজেলা সংবাদঢাকা

কিশোরগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ জন

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ প্রতিনিধি:

অদ্য ০২-০৫-২০২৩ খ্রি: রাত্রি ০০.২০ ঘটিকার সময় সর্বমোট ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ করিমগঞ্জ থানাধীন কুমুরিয়া সাকিনস্থ জনৈক আঃ জব্বারের ধান ক্ষেতের পশ্চিম কোণে রেইনট্রি গাছের পাশে বিবাদী ১। আব্দুল আলী (৩০), পিতা- আঃ মালেক, সাং- কুমুরিয়া, ২। মোঃ সাজ্জাদ হোসেন (৩৫), পিতা- মোঃ জব্বার, সাং- পাড়া বালিয়া, উভয় থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জদ্বয়কে কিশোরগঞ্জ ডিবি পুলিশ গ্রেফতার করেন।

০১-০৫-২০২৩ খ্রি: তারিখ রাত্রি ২৩.৫৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদ্বয়কে গ্রেফতার করে বিবাদীদ্বয়ের নিজ হাতে বের করে দেওয়া মতে সর্বমোট ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক অদ্য ০২-০৫-২০২৩ খ্রি: রাত্রি ০০.২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এ ঘটনায় করিমগঞ্জ থানায় The Narcotics Control Act, 2018- এ একটি মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button