অপরাধআইন ও বিচারজেলা সংবাদঢাকা
কিশোরগঞ্জের হোসেনপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ১০২ পিস ইয়াবাসহ বোরহান মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । এর আগে, সোমবার রাতে তাকে হোসেনপুর উপজেলার মধ্য হারেঞ্জা এলাকা থেকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত বোরহান মিয়া উপজেলার উত্তর হারেঞ্জা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য হারেঞ্জা এলাকা থেকে বোরহান মিয়াকে গ্রেফতার করে পুলিশ । এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয় । এ ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয় ।
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করেন ।