জেলা সংবাদঢাকা

কালিয়াকৈরে মডেল মসজিদে উদ্বোধনী মোনাজাত

কাজি মাহাবুব আলম, নিজস্ব প্রতিনিধিঃ 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী বয়ান ও পবিত্র লাইলাতুল কদরের বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শবে কদরের মোনাজাত পরিচালনা করেন, রাজদীঘি সাহেরাফুল মাদ্রাসার মুহতামিন ও কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা মো. আমিনুল ইসলাম আমিনী।

মঙ্গলবার রাতে ১৮ এপ্রিল কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা মডেল মসজিদ।

ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পবিত্র শবে কদরের উদ্বোধনী বয়ান ও মুনাজাত পরিচালনা করা হয়।

এসময় শবে কদরের পবিত্র মর্যাদাপূর্ণ রাতে স্রষ্টার অনুগ্রহ বর্ষিত হোক আমাদের উপর।

হাজার মাসের চেয়ে উত্তম কদরের রাতে মহান আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দানকরুন।

সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য দোয়া করা হয়।

সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হকের জন্য দোয়া।

প্রচন্ড তাপমাত্রায় বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button