নুরুজ্জামান ,দোয়ারা বাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামের আব্দুল্লাহ বসত বাড়ীতে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে ।
প্রতিদিন বর্ধিত হারে এসব ঘটনার খবর প্রকাশ পাচ্ছে। এর সাথে হত্যা বা খুনের খবরও প্রতিদিন বর্ধিত হারে পাওয়া যাচ্ছে। কেন এমন ভয়াবহ বিপর্যয়, তার উত্তর খুঁজতে গিয়ে বিশেষজ্ঞরা মন্তব্য করছেন, রাজনৈতিক পরিচয় অপরাধ আড়াল করার কাজে ব্যবহার করা হচ্ছে। এর সাথে যুক্ত হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। অপরাধীরা বিশেষ কোটায় জামিনে মুক্তি পাচ্ছে।: দোয়ারাবাজার উপজেলায় চুরির অপবাদে কামরুল ইসলাম মারুফ নামের
এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন- আব্দুল্লাহ।অভিযোগের বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি দুলাল ধরের নিকট জানতে চাইলে প্রতিবেদককে জানান আব্দুল্লাহ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতে প্রেরণের প্রস্তুতি চলমান আছে।