একটি হারানো বিজ্ঞপ্তি
আশরাফুল নামের একটি ছেলে নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ১৬ বছর
ছেলেটির গায়ের রং শ্যামলা, হালকা-পাতলা
স্বাস্থ্য, মুখমন্ডল: গোলাকার,মাথার চুল : কালো ও ছোট-ছোট, চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৫ ফুট। বরিশালের আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে।
আশরাফুলের পিতার নাম: মোঃ আব্দুর রব দালাল। ঠিকানা – সাং:- ফুলখালী, ডাকঘর:-বাহেরচর, থানা:-রাঙ্গাবালী , জেলা:- পটুয়াখালী।
আশরাফুলকে পড়াশুনার উদ্দেশ্যে বরিশালের একটি মাদ্রাসাতে ভর্তি করানো হয়। গত ১২ই মে ২০২৩ রাত আনুমানিক ১১ টার দিকে বরিশালের সাগরদী সংলগ্ন মোহাম্মাদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে ছেলেটি নিখোঁজ হয়ে যায়। ছেলে বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পায়নি।
হারানোর সময় তার পরনে ছিল সাদা পায়জামা,পান্জাবি ও মাথায় টুপি।
এ বিষয়ে বরিশাল থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং ৭৭৪। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা : 01799541302