খুলনাজীবনযাপনজেলা সংবাদ

উন্নয়নের জোয়ারে ভাসছে বিছালি ইউনিয়ন, গ্রামীণ মাটির রাস্তার উদ্ভোদন করলেন অচিন কুমার চক্রবর্তী

৮ এপ্রিল ২০২৩ শনিবার সকাল ১০ ঘটিকায় নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের মির্জাপুর পূর্ব পাড়া শিক্ষক পতিত বিশ্বাস এর বাড়ির সামনে হইতে আড়পাড়া তৈয়েবের মোড় অভিমুখে ১ কিলোমিটার মাটির রাস্তার শুভ উদ্বোধন করলেন নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড অচিন কুমার চক্রবর্তী।

সে সময় উপস্থিত ছিলেন বিছালি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক,অবসরপ্রাপ্ত শিক্ষক হাজারি নাল নাগ,ইউপি সদস্য খন্দকার মঈন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি স,ম,ফয়সাল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমান হোসেন, বিছালি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল সহ সামাজিক নেতৃবৃন্দ।

চেয়ারম্যান হিমায়েত হোসাইন ফারুক এরকম অসংখ্য সামাজিক উন্নয়নমুলক কাজ তার ইউনিয়নের জনগনকে উপহার দিয়ে তাদের মনের কুঠরীতে থেকে প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ওই এলাকার জনগনের থেকে জানা যায় তাদের ইউনিয়নে এই প্রথমবার উপর ওয়ালার আশির্বাদস্বরুপ এরকম উন্নয়নমূখী চেয়ারম্যান তারা পেয়েছে।

এ বিষয়ে জনাব হিমায়েত হোসাইন ফারুক ফারুক বলেন, আমি জনগনের ভোটে সর্বোচ্চ সম্মান নিয়ে চেয়ারম্যান হয়েছি, আমি আমার সর্বোস্ব দিয়ে এই ইউনিয়নের উন্নয়ন করার চেষ্টা চালাচ্ছি, আমি শুধু সরকারি কোষাগার নয় নিজের পকেটের টাকা দিয়ে হলেও এই ইউনিয়নের জনগনের সেবা করে যাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button