উন্নয়নের কথা বলে,উন্নতির নামে দূর্ণীতি করছে আ.লীগ- মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ সরকার বার বার জনগনকে বোকা বানাচ্ছে উন্নয়নের কথা বলে। তারা উন্নতির কথা বলে দূর্ণীতি করছে। দেশের উন্নয়নের কথা বলে প্রতিদিন, প্রতি মুহূর্তেই দেশকে শোষণ করছে। বিএনপি বর্তমানে একটি ক্লান্তিলগ্নে এসে পৌঁছেছে। আগামী দিনগুলোতে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করে দানবীয় সরকারকে পরাজিত করতে না পারলে জাতির টিকে থাকা কঠিন হয়ে যাবে। কোনো অস্তিত্বই থাকবে না।“
শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও জেলা শহরের সাধারণ পাঠাগার মাঠে রাজশাহী ও রংপুর বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আগামীতে আন্দোলনের কথা উল্লেখ্য করে মির্জা ফখরুল বলেন, এমন একটা ক্রান্তিলগ্নে এসে উপস্থিত হয়েছি যে, আগামী দিনগুলোতে আমরা যদি নিজেদের সংগঠিত করে আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত না করতে পারি তাহলে জাতির অস্থিত্ব বিপন্ন হয়ে যাবে । আজকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এ দেশকে নতজানু রাষ্ট্র হিসেবে ও মানুষকে শোষণ করে ব্যর্থ রাস্ট্রে পরিণত করতে চায়, তা হতে দেওয়া হবে না ।
তিনি আরও বলেন, ভোলা থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে । ১৭ জনের প্রাণ গেছে । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ১০ দফা দাবি দিয়েছেন সেটি ছাড়া আমরা নির্বাচনে অংশ নেব না ।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজির আহসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় সহ-সাংঠনিক সম্পাদক আব্দুল খালেক, ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান ইউনুস আলী, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ দুই বিভাগের নেতা-কর্মীরা।