ইউএস চ্যারেটি ফর বাংলাদেশ এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টোরঃ
চাটখিল উপজেলা বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ইউ এস চ্যারিটি ফর বাংলাদেশ এর উদ্যোগে সমাজের সর্ব জনসাধারণের উপস্থিতি ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা (সোমবার) ১০ এপ্রিল কুটুম ঘর কমিটি সেন্টারে সর্ব জনসাধারণের জন্য ইফতার পার্টির আয়োজন করে সংগঠনের সভাপতি আমেরিকান প্রবাসী পরান চৌধুরী।
বিগত কয়েক বছর থেকেই চাটখিল উপজেলায় হতদরিদ্র অসহায় কন্যা দায়গস্ত পরিবার এতিমখানা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আর্থিক অনুদান নগদ টাকা, গবাদি পশু, অটোরিকশা, চিকিৎসার টাকা প্রদান, গরিব অসহায় মেয়েদের বিবাহর জন্য টাকা প্রদানসহ সমাজের বহু আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন এরই মাঝে সারা উপজেলায় এই সংগঠনের সুনাম অর্জন করেন ।
অনুষ্ঠানের উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজাহান রানা, পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসান উল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, লিয়াকত আলী ভুট্টো, আনিছ আহমেদ হানিফ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন পিন্টু, উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা পিন্টু, নুর নবী চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, উপজেলা ছাত্রদল নেতা আলাউদ্দিন চৌধুরী কাজল, সদস্য উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক দুলাল হোসেন, সদস্য সচিব হাজী মাসুদ, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মোঃ রাসেল, সদস্য সচিব মিজানুর রহমান বেপারী, চাটখিল কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন ইমন, পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম রতন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ১নং আহ্বায়ক ইমরুল হাসান প্রদীপ, প্রমূখ।
দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য মাওলানা ওমর ফারুক।