আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলা
জেরুজালেমে আল- আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী । এতে অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন । বুধবার( ৫ এপ্রিল) ভোরের আগে এই হামলার ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, আল- আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সাত ফিলিস্তিনি রাবার বুলেট ও লাঠিপেটায় আহত হয়েছেন । ইসরায়েলি বাহিনী চিকিৎসাকর্মীদের মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি ।
হামলার প্রত্যক্ষদর্শী এক ফিলিস্তিনি নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ আমি একটি চেয়ারে বসে কুরআন তিলাওয়াত করছিলাম । তারা সেখানে স্টান গ্রেনেড ছুড়ে মারে, একজন আমার বুকে আঘাত করে । ’ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন ওই নারী ।
এদিকে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, দাঙ্গা প্রতিহত করতে অভিযান চালানো হয়েছে । মুখোশধারী বিদ্রোহীরা লাঠি, পটকা ও পাথর নিয়ে মসজিদে অবস্থান নিলে ভেতরে প্রবেশ করতে বাধ্য হয় পুলিশ ।
বিবৃতিতে বলা হয়, ‘ পুলিশ যখন প্রবেশ করে, বিদ্রোহীদের একটি বড় দল মসজিদের ভেতর থেকে তাদের দিকে পাথর ও পটকা ছুড়ে মারে । এ সময় এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আহত হয় । ’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, ‘ আমরা পবিত্র ধর্মীয় স্থানগুলোতে সীমা অতিক্রম করার বিষয়ে দখলদারদের সতর্ক করছি । এর ফল অনেক বড় কিছু হবে । ’
জেরুজালেমের খ্রিষ্টান, ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থান আল- আকসা প্রাঙ্গণে অনেক আগে থেকেই বিভিন্ন সময়ে হামলা হয়ে আসছে । বিশ্বের বেশ কিছু রাষ্ট্র থেকে এ ধরনের হামলার প্রতিবাদ জানানো হয়েছে । সবশেষ ঘটনার জেরে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় আল- আকসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ।