অপরাধআইন ও বিচারচট্টগ্রামজাতীয়সারাদেশ

আযানের আওয়াজ বন্ধ করতে চান চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খাঁন ও তার স্ত্রী

 

চট্টগ্রাম মহানগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার মহল্লার জামে মসজিদে উচ্চস্বরে আজানের আওয়াজ নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি লিখিত আপত্তি জানিয়েন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি নাদের খাঁন ও তাঁর স্ত্রী হাসিনা খাঁন।  তাদের এই আপত্তিতে এলাকার ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে এই দুজনের বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক কর্মকান্ড ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে থানায় সাধারন ডায়েরি (ডিজি) করেছেন পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

চট্টগ্রাম নগরীর অভিজাত এলাকা খুলশি থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় স্বপরিবারে বসবাস করেন শিল্পপতি নাদের খাঁন। জানা গেছে বেশ কিছুদিন ধরে তিনি এই এলাকার শাহী জামে মসজিদে আযানের সময় উচ্চস্বরে মাইক ব্যবহার নিয়ে অভিযোগ করে আসছিলো এবং মসজিদ কমিটি ও ৮ নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম বরাবরে লিখিত অভিযোগ করেন নাদের খাঁন ও হাসিনা খাঁন।
এদিকে এমন অভিযোগ করার কথা জানাজানি হওয়ার পরে পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির সভাপতি আমির হোসেন খান এবং সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি এ নিয়ে খুলশী থানায়, একটি জিডি নং ১১৬৫ দায়ের করেন। ১৮ ডিসেম্বর রোজ রবিবার দায়ের করা অভিযোগে। তাঁরা উল্লেখ করেন, এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা নাদের খাঁন ও তাঁর স্ত্রী হাসিনা খাঁনের ওপর ধিক্কার জানান। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ এবং যে কোন ধরনের অঘটন ঘটার আশস্কা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে জানতে নাদের খাঁনের  ও তার স্ত্রী হাসিনা খাঁনের সঙ্গে যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি। তাদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button