ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি হয়েছে। এতে খোয়া গেছে অলংকার টাকাসহ মূল্যবান সব জিনিসপত্র। খবরটি সামাজিকমাধ্যমে মনিরা মিঠু নিজেই জানিয়েছেন। বাসায় কেউ না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে জানিয়ে অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ (২ এপ্রিল) দুপুরে দেওয়া পোস্টে বলেন, বাসার সবাই হাসপাতালে ছিল। আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস গহনা, টাকা সব চুরি হয়ে গেছে। মেরুদণ্ড তো আমার একটাই, আল্লাহ তায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন, আবার সব গড়বো, ইনশাআল্লাহ, আল্লাহ আমার উপর সহায় হবেন, আল্লাহ ভরসা।
মনিরা মিঠু এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি বড় পর্দায়ও বিচরণ রয়েছে তার। চরিত্রাভিনেত্রী হিসেবে দর্শক ও নির্মাতাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ তিনি।