অভয়নগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা
মোঃ বাবুল আক্তার, অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ই এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: লাভলী খাতুন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়েদা নাসরিন
জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ওয়িদুজ্জামান, উপজেলা প্রকৌশলী এম এ ইয়াফিসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, প্রভাষক মফিজউদ্দিন, এ্যাড. নাসির উদ্দিন, বিকাশ রায় কফিল, আবুল কাসেম, হাফিজুর রহমান প্রমুখ। পরে মুজিবনগর দিবস উপলক্ষে র্যালি বের হয় ।