অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
দিনাজপুরের খানসামায় অবৈধ ভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর টনক নড়েছে উপজেলা প্রশাসনের। অবৈধ ভাবে বালু উত্তোলনকারী বাহীনির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে খানসামা উপজেলা প্রশাসন।
খানসামা উপজেলায় ইছামতী ও বেলান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে আটক ও পরে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান ও খানসামা অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায়।
মঙ্গলবার (২৫ এপ্রিল )দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মোঃ আব্দুল জলিল(৫০),মো বেলাল(৩৫),মোঃ রেজাউল ইসলাম(৪০)
থানা পুলিশের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩ জনকে আটক করা হয়।
তারপর বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আওতায় তাদের তিন জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন,গোয়ালডিহি ইউপির নলবাড়ীতে
কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তলন করলে এই অভিযান অব্যাহত থাকবে।